About Us
💞 Love Bit এর জগতে আপনাদের স্বাগতম। 💞
আমরা সারাদিন কতভাবে ব্যস্ত থাকি। সারাদিনের ক্লান্তি ভুলে নিজেকে একটু অন্যভাবে সময় দিতে চাই। একান্তে কিছুটা সময় কাটাতে চাই নিজের মতো করে। আর আপনাদের কথা ভেবেই আপনাদের সামনে হাজির হয়েছি আমরা। আসুন আমরা সবাই মিলে কিছুটা সময় নিজের মতো করে কাটাই। আপনাদের সুখ, দুঃখ, হাসি, কান্না গুলো ভাগাভাগি করে নেই।
আপনাদের মনের যত না বলা কথা, রাগ, অভিমান, কষ্ট, বেদনা সব কিছুই যেগুলো জমে আছে হৃদয় গহীনে সেগুলো আমরা জানতে চাই। আপনাদের জন্যই আমাদের এই গ্রুপ। আপনাদের না বলা কথাগুলো আমাদের সাথে শেয়ার করুন। আমরা জানতে চাই সেগুলো। পৃথিবীতে যত ভালোবাসা আছে প্রকাশিত বা অপ্রকাশিত সব কিছুই আমরা শুনবো আপনাদের কাছে। আপনাদের ভালোবাসাতে আমরা ভাসতে চাই, আপনাদের দুঃখে আমরাও কাঁদতে চাই।। পাওয়া না পাওয়া ভালোবাসার সব রঙ দিয়ে রাঙাতে চাই আমাদের এই গ্রুপটি।। গড়তে চাই Love Bit পরিবার। আপনাদের সহযোগিতা আমাদের কাম্য।
ধন্যবাদ
Love Bit