তোমার কুমারীত্ব পরীক্ষা করার জন্য আমি বসে নেই
আমি কখনো কোনদিন জানতে চাইবো না, ''তোমার অতীতে কে ছিল ??'' ওসবে আমার মাথা ব্যথা নেই...তোমার কুমারীত্ব পরীক্ষা করার জন্য আমি বসে নেই, তোমার শরীরে কারো গন্ধ লেগে আছে কিনা, সেটা শুঁকে দেখারও আগ্রহ নেই !! আমি শুধু বলবো–আমার ভাঙ্গা বুকে তুমি শুয়ে থাকো... আর কখনো কাঁদতে ইচ্ছে হলে আমার শার্ট ভিজিয়েই কাঁদো, শুনো–আমাকে ভালো টালো না বাসলেও চলবে, শুধু তুমি ভালো থেকো... তোমার অভিমানের পালা শেষ হয়ে গেলে, কখনো খুব ঘুম পেলে আমার পাশেই ঘুমিয়ে যেও... বেশী কিছু চাই না, মাঝরাতে চোখটা খুলেই যাতে তোমার মায়াবী মুখটা দেখতে পাই... বেশী কিছু না, এভাবেই শুধু পাশের বালিশে একটু জায়গা দিও !! এই জন তুমির অপেক্ষায় আছি
http://lovezonebd.com/wp-content/uplo...
======== Our Websie Link =========
https://lovezonebd.com https://love-bit.blogspot.com/
=========== Follow Me On =============
Facebook Page: https://www.facebook.com/Lovebitpro Facebook Group: https://www.facebook.com/groups/Loveb... Instagram: https://www.instagram.com/lovebitpro Linkedin: https://www.linkedin.com/in/lovebitpro Twitter: https://www.twitter.com/lovebitpro Google+: https://plus.google.com/u/0/115891410...
0 comments