আজিকে পাতিয়া কান, শুনিছি তোমার গান, হে অর্ণব! আলো ঘেরা প্রভাতের মাঝে একি কথা! একি সুর! প্রাণ মোর ভরপুর, বুঝিতে পারিনা তবু কি জানি কি বাজে তব গীত মুখরিত প্রভাতের মাঝে! Share on:
0 comments