বড্ড বেশিই আজ তোমায় মনে পড়ছে।অন্যদিন যে তোমায় মনে পড়ে না, তা কিন্তু নয়!! প্রতিটি মুহূর্ত তোমায় নিয়ে ভাবি।
পার্থক্য হলো, কখনো খুব বেশি মনে পড়ে, আর কখনো একটু কম।।
তবুও তোমায় এক মুহূর্তের জন্যও ভুলে থাকা সম্ভব নয়।
জানি আমাদের সম্পর্কটা কখনোই আর আগের মতো স্বাভাবিক হবে না।
আমাদের এক সাথে থাকাটাও আর সম্ভব নয়।
তবুও কেন জানি সব সময় তোমাকেই আমার পাশে ভাবি।
একা পথ চলতেও মনে হয় তুমি আমার সাথেই আছো, এইতো আমরা হাত ধরে হাঁটছি।জানি না কোন অজানা বাঁধনে তুমি বেঁধেছো আমায়, কোন মায়ায় জড়িয়েছি আমি।
আচ্ছা, আমাদের এক সাথে কাটানো সময়গুলো তোমার কি একটুও মনে পড়ে না?
আমাদের মোটরবাইকে পথচলা কিংবা রাতে তোমার কাঁধে মাথা রেখে রিক্সায় গোটা শহর যে আমরা বেড়াতাম।
তোমার কি কিছুই মনে পড়ে না??মনে পড়ে না সেই সময়গুলো আমরা একসঙ্গে কাটিয়েছি?
ভুলে গেছো কি আমায়? ভুলে গেছে আমার ভালোবাসা??
তোমার জন্য রাত জেগে, না খেয়ে অপেক্ষা করার মানুষটা তো এই আমি।। আমিই ছিলাম।।
কি করে সবটা ভুলে গেলে বলতে পারো??
অভিমান করে চলে যেতে চাইলেই তুমি বলতে কখনোই আমাকে যেতে দিবে না তুমি,, এটাও কি ভুলে গেছো??
সবকিছু এক নিমিষেই ভুলে যেতে পারলে তুমি??
আমার কি ভুল ছিলো বলো! কেনো আজ আমাকে বাধ্য হতে হলো তোমায় ছেড়ে আসতে।।
কেনো নিয়মটা এতো নিষ্ঠুর হলো বলবে? কেনো তোমাকে আমি আমার করে রাখতো পারলাম না??!!
কেনো তুমি আমার হয়ে থেকে গেলে না????
কেনো আমার একটা আবদার তুমি রাখতে পারলে না?
খুব বেশি কিছু কি চেয়েছি তোমার কাছে বলো।। শুধু তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম, তোমাকে পাশে পেতে চেয়েছিলাম।।কোনো অন্যায় আবদার তো করি নি।।
তবে কেনো আমাকে এতো একা করে দিলে তুমি? কেনো??????
কেনো আমাকে আজও সবার সামনে অভিনয় করতে হয় বলতে পারো?? ভালো থাকার অভিনয়।।
কেনো এখনো প্রতিটি রাত নিরবে কেঁদে যাই আমি।
আমার ভালোবাসাতে কি কোনো কমতি ছিলো? আমি কি ভালোবাসতে পারি নি তোমাকে??
কেনো এত বড় শাস্তিটা তুমি আমায় দিলে?
কেনো এই বোঝা চাপিয়ে দিলে তুমি??
সব তো নিয়ে গেলে স্মৃতি গুলো কেনো রেখে গেলে বলো? নিয়ে যেতে পারলে না তুমি সেগুলো??
কেনো নিয়ে গেলে না??
যদি নিতে একটু হলেও বুঝতে, পেয়ে হারানোর ব্যাথা কতটা যন্ত্রণাদায়ক।।
থাকনা,, তুমি তো ভালো আছো আমাকে ছেড়ে।।
আমি না হয় তোমার স্মৃতির মাঝেই আমার সুখ খুঁজে নেবো।।
তবে জেনে রাখো,,
তোমাকে ছাড়া বেঁচে থাকা তো সম্ভব কিন্তু তোমাকে ছাড়া ভালো থাকা এক মুহূর্তের জন্যও সম্ভব নয়।
ভালো থেকো মি. জনাব।।।
=========== 🔔 Follow Me On 🔔 =============
👉 Website: ➜ http://love-bit.blogspot.com
👉 Youtube: ➜ http://youtube.com/lovebit
👉 Facebook Page: ➜ https://www.facebook.com/Lovebitpro
👉 Facebook Group:➜ https://www.facebook.com/groups/Lovebit.BE
👉 Instagram: ➜ https://www.instagram.com/lovebit.be
👉 Linkedin:➜ https://www.linkedin.com/in/Lovebit-BE
👉 Twitter:➜ https://www.twitter.com/Lovebit_BE
👉 Google+:➜ https://plus.google.com/u/0/115891410513092460720
Thanks!!!
0 comments