তোরা সব জয়ধ্বনি কর!!
তোরা সব জয়ধ্বনি কর!!
ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখীর ঝড়।
তোরা সব জয়ধ্বনি কর!!
তোরা সব জয়ধ্বনি কর!!
আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য পাগল,
সিন্ধু পারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙল আগল!
মৃত্যু-গহন অন্ধকুপে
মহাকালের চণ্ড-রূপে—
বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর!
ওরে ঐ হাসছে ভয়ঙ্কর!
তোরা সব জয়ধ্বনি কর!!
তোরা সব জয়ধ্বনি কর!!
বইয়ের নামঃ অগ্নিবিণা
{বিঃ দ্রঃ উক্ত কবিতাটি অনেক বড় হওয়ায় একসাথে পুরটা পোস্ট করা গেল না। ইনশাআল্লাহ, আগামিকাল আমি পুরো কবিতাটা আপনাদের উপহার দিতে পারব। ধন্যবাদ}
0 comments