বুড়ো হয়ে গেছি বেশ,কিছুটা শিথিল; বুঝতে পারিনি তাইতোমার একুশতম জন্মদিনে,তিলোত্তমা,কী নিয়ে যাই ।তুমি ঘাসফুল,স্বনলতা,রোদ,পৌষের তুষের আগুন,কোকিলের ডাক,কৃষ্ণচূড়া,রক্তজবা,নদী,রঙিন ফাগুন। Share on:
0 comments