তুমি এসেছিলে বলে সূর্যের আভায়
আজও আলোচিত পদ্মা,মেঘনা,যমুনা।
তুমি এসেছিলে বলে কবি এখনও
ভাসায় তরী আপন মায়ার মোহনায়,
হে প্রিয় জন্মভুমি আমার।
হে বাংলাদেশ তুমি বিজয়ী
তোমাকে পেয়েছি আজ তাই
বৃক্ষের নিচে সবুজের ছায়া
মৃত্তিকাতে আপনের মায়া
হে বিজয় বাংলাদেশ, তুমি আমার বাতাসে
বেচেঁ থাকার প্রেরনা।
তুমি আমার, হে বিজয় বাংলাদেশ।
এ আমার উন্মাদনা নয় ,নয় পাগলামি
তুমি আমার চেতনায় রয়েছো,
হে বাংলাদেশ তুমি বিজয়ী
0 comments