তসলিমা নাসরিন (জন্ম :২৫ আগস্ট, ১৯৬২) বাংলাদেশের বহুআলোচিত ও বিতর্কিত নারীবাদী সাহিত্যিক। তসলিমা ময়মনসিংহ মেডিকেল কলেজে অধ্যয়ন করেন এবং সেখান থেকে ১৯৮৬ সালে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এর পর তিনি সরকারী হাসপাতালে চিকিৎসক হিসাবে ১৯৯৪ সাল পর্যন্ত কাজ করেন।.[১] পরবর্তীকালে তসলিমা সাহিত্যকেই নিজের পেশা হিসেবে গ্রহণ করেন। ১৯৮০-এর দশকের শেষ দিকে সাহিত্যিক হিসেবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।
বিংশ শতাব্দীর শেষ ভাগে বিপ্লবাত্মক নারীবাদী দৃষ্টিভঙ্গি ও ইসলামের সমালোচনার জন্য বিশ্বব্যাপী তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। এই এর ফলে ১৯৯৪ সালে তাঁকে দেশত্যাগ করতে হয়। এরপর তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন।[২] বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে তিনি প্রতিবেশী বাংলাভাষী পশ্চিমবঙ্গে বসবাস করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু ভারতীয় ইসলামি ধর্মগুরুদের আপত্তি ও মৌলবাদীদের প্রাণনাশের হুমকির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে তাঁকে কলকাতা পরিত্যাগ করতে হয়। বর্তমানে তিনি সুইডেনে বসবাস করছেন। তাঁর রচনা সমূহের মধ্যে লজ্জা, আমার মেয়েবেলা, দ্বিখণ্ডিত, গোল্লাছুট, ইত্যাদি উল্লেখযোগ্য।
১৯৮২ সালে, তিনি কবি রুদ্র মোহাম্মদ শহিদ্দোল্লার প্রেমে পড়েন এবং ঘর থেকে পালিয়ে বিয়ে করেন। ১৯৮৬ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে সাংবাদিক ও সম্পাদক নাইমুল হক খানের সাথে বিয়ে এবং ১৯৯১ সালে বিচ্ছেদ হয়।তিনি ১৯৯১ সালে সাপ্তাহিক বিচিন্তা-র সম্পাদক মাইনুর মোহাম্মদকে বিয়ে করেন এবং ১৯৯২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
কবিতাঃ
- শিকড়ে বিপুল ক্ষুধা (১৯৮৬)
- নির্বাসিত বাহিরে অন্তরে (১৯৮৯)
- আমার কিছু যায় আসে না (১৯৯০)
- অতলে অন্তরীণ (১৯৯১)
- বালিকার গোল্লাছুট (১৯৯২)
- বেহুলা একা ভাসিয়েছিল ভেলা (১৯৯৩)
- আয় কষ্ট ঝেঁপে, জীবন দেবো মেপে (১৯৯৪)
- নির্বাসিত নারীর কবিতা (১৯৯৬)
- জলপদ্য (২০০০)
- খালি খালি লাগে (২০০৪)
- কিছুখন থাকো (২০০৫)
- ভালোবাসো? ছাই বাসো! (২০০৭)
- বন্দিনী (২০০৮)
প্রবন্ধ সংকলনঃ
- নির্বাচিত কলাম (১৯৯০)
- যাবো না কেন? যাব (১৯৯১)
- নষ্ট মেয়েয় নষ্ট গল্প (১৯৯২)
- ছোট ছোট দুঃখ কথা (১৯৯৪)
- নারীর কোন দেশ নেই (২০০৭)
উপন্যাসঃ
- অপরপক্ষ (১৯৯২)
- শোধ (১৯৯২)
- নিমন্ত্রন (১৯৯৩)
- ফেরা (১৯৯৩)
- লজ্জা (১৯৯৩)
- ভ্রমর কই গিয়া (১৯৯৪)
- ফরাসি প্রেমিক (২০০২)
- শরম (২০০৯)
ছোট গল্পঃ
- দুঃখবতি মেয়ে (১৯৯৪)
- মিনু (২০০৭)
- আত্মজীবনী
- আমার মেয়েবেলা (১৯৯৯)
- উতাল হাওয়া (২০০২)
- ক (২০০৩)
- সেই সব অন্ধকার (২০০৪)
- আমি ভালো নেই, তুমি ভালো থেকো প্রিয় দেশ (২০০৬)
-------------------------- ছড়িয়ে দিন ইচ্ছেমত -----------------------------
0 comments